পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বাংলাদেশ হাইপারফম্যান্স ইউনিটের (এইচপি) প্রধান কোচ সাইমন হেলমট। এর মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটের সাথে প্রায় সাড়ে তিন বছরের সম্পর্ক ছিন্ন করলেন তিনি।
জানা গেছে, ২০১৬ সালের জুন মাস থেকে এইচপির প্রধান কোচের দায়িত্ব নেন এই অস্ট্রেলিয়ান কোচ। এর মধ্যে বিভিন্ন সময়ে বাংলাদেশ এ দলের দায়িত্বও পালন করেন তিনি। যেখানে তার হাত ধরেই উঠে এসেছেন আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হাসান শান্ত, নাইম শেখ, সাদমান ইসলাম অনিক, আবু হায়দার রনিদের মতো বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার।
বিদায় বেলায় অনুভুতি জানতে চাইলে গণমাধ্যমকে হেলমেট বলেন, আমি আরও কিছুদিন এখানে থাকতে চেয়েছিলাম। পারিবারিক কারণে আপাতত আমাকে চলে যেতে হচ্ছে। তবে আবারো কখনো আমাকে সুযোগ দেওয়া হলে আমি অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করতে চাই। আমি এখানে কাজ করে দারুণ সময় কাটিয়েছি।