কলকাতার নির্মাতা অতনু ঘোষের সঙ্গে দুজনই কাজ করেছেন। অতনুর প্রথম ছবি ‘ময়ূরাক্ষী’তে দেখা গিয়েছিল বুম্বাদা খ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এরপর অতনুর দ্বিতীয় ছবি ‘বিনিসুতোয়’-এর শুটিং স¤প্রতি শেষ করেছেন জয়া আহসান। তবে এখন পর্যন্ত রুপালি পর্দায় কখনো একসঙ্গে কাজ করেননি প্রসেনজিৎ ও জয়া। সেই গ্যাপটা পূরণ করে দিতে চলেছেন অতনু। তার পরবর্তী ছবিতে দেখা যাবে দুই বাংলার দুই সুপারস্টারকে।
কলকাতার গণমাধ্যমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই এই খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ছবির নাম এখনো ঠিক না হলেও আবেগ ও সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হবে ছবিটি। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই শুটিং শুরু হবে এ ছবির। অন্যদিকে, ‘বিনিসুতোয়’ ছবিটি নিয়েও খুব ভালো প্রত্যাশা পরিচালকের। প্রসেনজিতেরও বিশ্বাস জয়া ও ঋত্বিক চক্রবর্তী অভিনীত এই ছবিটি দর্শক সমালোচকদের মন ভরাবে।
সে সঙ্গে তিনি এটাও আশা করছেন প্রথমবারের মতো জয়ার সঙ্গে তার জুটি গ্রহণ করবে দর্শক।
আদ্যোপান্তো এক সম্পর্কের গল্প হবে এটি। তার সঙ্গে থাকবে থ্রিলারের ছোঁয়াও। এদিকে ‘বিনিসুতোয়’ ছবির শুটিং শেষ করে জয়া আহসান আপাতত রয়েছেন বাংলাদেশে।
অভিনেত্রী জ্বরে আক্রান্ত। তার সুস্থতার অপেক্ষায় রয়েছেন পরিচালক অতনু ও নায়ক প্রসেনজিৎ।