খুব সহজে ঘরে বসেই তৈরি করা যায় এগ ড্রপ দিয়ে চিকেন স্যুপ। এই রেসিপিতে এর রান্না পদ্ধতি দেয়া হল। আশা করি আপনাদের ভাল লাগবে।
উপকরণ
উপকরণের নাম | পরিমাণ |
---|---|
মাখন | ১ টেবিল চামচ |
চিকেন স্টক | ৪ কাপ |
মুরগির হাড় ছাড়া মাংসের টুকরা (আদা বাটা, লবণ ও সয়াসস দিয়ে মেরিনেট করা) | ১ কাপ |
ডিম ফেটানো | ১টি |
পেঁয়াজ মিহি কুচি | ১ টেবিল চামচ |
লবণ | স্বাদমতো |
সয়াসস | ১ টেবিল চামচ |
কাঁচা মরিচ ফালি | ৩টি |
পেঁয়াজকলি কুচি | ২ টেবিল চামচ |
রান্নার পদ্ধতি
১। | পাত্রে মাখন গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন। |
২। | এর মধ্যে মেরিনেট করা মুরগির মাংস ও চিকেন স্টক দিয়ে ফুটিয়ে নিন। |
৩। | কাঁচা মরিচ ফালি, সয়াসস ও লবণ দিন। |
৪। | একটি ডিম ফেটে তাতে সামান্য লবণ দিন, স্যুপে দিয়ে অনবরত নাড়তে থাকুন। |
৫। | পেঁয়াজকলি কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। |
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: