চিত্রনায়িকা মুনমুন অভিনীত ‘রাগী’ সিনেমাটি দেশের দুটি সিনেপ্লেক্সসহ ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। নির্মাতা মিজানুর রহমান মিজানের সিনেমাটি আজ শুক্রবার থেকে প্রদর্শিত হচ্ছে।
পরিচালক বলেন, ঢাকাসহ সারাদেশের ২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে রাগী। আমরা আশা করছি, দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বাড়বে।
এ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবির চৌধুরী, আঁচল, মৌমিতা মৌ, শতাব্দী ওয়াদুদ, মারুফ আকিব, খালেদা আক্তার, শাকিল আহমেদ, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, আর এফ রোমিও, লায়ন। প্রযোজনা করছেন জাকিরা খাতুন জয়া।
এদিকে দর্শকদের সঙ্গে সিনেমা দেখতে আজ দুপুর ২টায় ঢাকার মধুমিতা প্রেক্ষাগৃহে উপস্থিত হবেন শিল্পী ও কলাকুশলীরা। বিকেল ৪ টায় তারা থাকবেন চিত্রামহল সিনেমা হলে।
সিনেমায় প্রথমবারের মতো নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন নায়িকা মুনমুন। রাগীতে নিজের ভূমিকা নিয়ে মুনমুন বলেন, সিনেমার নায়ক আবির আমাকে গল্পটা শুনিয়েছিল। গল্প শুনেই বলেছিলাম সিনেমাটা আমি করব। গতানুগতিক ধারার বাইরের চরিত্র পেয়েছি। সাধারণত দর্শক আমাকে নায়িকা চরিত্রে দেখেছে। এই প্রথম অন্যরকম একটা কাজ করলাম। ভয়ঙ্কর গ্যাং লিডার হয়ে পর্দায় ফিরছি। আশা করি, দর্শক এন্টিহিরো মুনমুনকে পছন্দ করবে।
চিত্রনায়ক আবির বলেন, এটা অ্যাকশনে ভরপুর সিনেমা। পরিচালক যখন আমার সঙ্গে যোগাযোগ করলেন, তাকে বলেছিলাম, ‘আমি যদি সিনেমা করি, তাহলে সাউথ ইন্ডিয়ার মতো অ্যাকশনে ভরপুর সিনেমা করব; যা দেখে দর্শক তালি দেবে, সিঁটি বাজাবে।