অবশেষে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক সাইমন সাদিক ও মাহিয়া মাহি অভিনীত আলোচিত সিনেমা ‘লাইভ’ ।
বুধবার (৭ সেপ্টেম্বর) সিনেমাটির মুক্তি উপলক্ষে রাজধানীর একটি চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভিন্নধারার গল্প ও নির্মাণে সাইকো থ্রিলার এই সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা নিপুন আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাহিয়া মাহি বলেন, আমার প্রত্যেকটি সিনেমা নিয়ে আমি বলি না দেখবেন দেখবেন। কারণ সব সিনেমা তো আর ভালো হয় না। তবে লাইভ সিনেমাটি আমি সবাইকে দেখার আহ্বান জানাবো। সিনেমাটিতে কাজ করতে গিয়েই বুঝেছি ভালো কিছু হতে যাচ্ছে। দর্শকদের সিনেমাটি দেখার আমন্ত্রণ।
সাইমন সাদিক বলেন, আসলে পরিচালক ব্যতীত একজন শিল্পী কিছুই করতে পারেন না। ডিরেক্টর পাস তো আর্টিস্ট পাস। আমার মনে করি এই সিনেমায় শামীম আহমেদ রনি পাস করেছেন।
সংশ্লিষ্টরা জানান, আগামীকাল ৯ সেপ্টেম্বর দেশের ২৬ টি বড় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘লাইভ’ ।
সাইমন-মাহি ছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন আরেক নায়ক আদর আজাদ। এছাড়া রয়েছেন খাইরুল বাশার, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলমের মতো অভিনয় শিল্পীরা।