কর্মব্যস্ত জীবনে ঈদ মানেই একটু ভিন্ন আমেজ সবার কাছে। রুপালি জগতের তারকদেরও রয়েছ নানা পরিকল্পনা। নাড়ির টানে গ্রামের বাড়িতে ছুটে যওয়া, মজার সব রান্নার আয়োজনের পাশাপাশি পরিবার পরিজনের সাথে সময় কাটনো মুহূর্তগুলো বাড়িয়ে দেয় ঈদের আনন্দ। প্রিয় মানুষরা কিভাবে কাটাবেন ঈদের দিনটা তাদের ভক্তদের সেটাই জানাচ্ছেন রিপোর্টার অনামিকা তিথি।
আনন্দ উদ্যাপন কল্যাণময় হোক এই ভুবন, ঈদের বিশেষ নামাজ দিয়েই দিনের শুরু। ত্যাগ আর মহিমার ঈদুল আজাহ বাকিদের মত তারকারাও ব্যস্ত হয়ে পড়েন কোরবানি দিতে। বছর ব্যাপি প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব ভুলে ঈদের দিনে সবাই মেতে ওঠেন আনন্দে।

অনন্ত জলিল ও বর্ষা
অনন্ত জলিল ও বর্ষা:
দীর্ঘ আট বছর পর এবারের ঈদে সিনেমা মুক্তি পেলো অনন্ত জলিল ও বর্ষা অভিনীত মুভি দিন দা ডে। সারাদিন সিনেমা হলে সিনেমা দেখায় সময় গেছে এই তারকা দম্পতির। তবে সবসময় বর্ষার হাতের স্পেশাল পায়েশ খেতে ভুলেন না অনন্ত।

বাপ্পি চৌধুরী
বাপ্পি চৌধুরী:
ঈদ মানেই সম্পর্কের মেলবন্ধন। আর সর্ম্পকের এই মেলবন্ধনটা খুজে পায় ঈদের নামাজে। এমনটাই জানান চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।

অরুণা বিশ্বাস
অরুণা বিশ্বাস:
ছোটকাল থেকে ঈদের দিনের জন্য অপেক্ষা করতেন জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস। দেশের বাইরে থাকলেও চেষ্টা করেন ঈদের সময়ে দেশে থাকতে।

দেবাশীষ বিশ্বাস
দেবাশীষ বিশ্বাস:
সার্বজনীন এই উৎসবটা সবারই মনে করেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। সারাদিন হৈচৈ আর আনন্দ আড্ডায় মেতে থাকেন এই নির্মাতা।

জিয়াউল হক অপূর্ব
জিয়াউল হক অপূর্ব:
ছোটপর্দার জনপ্রিয় মুখ জিয়াউল হক অপূর্ব। ঈদে বরাবরের মত পরিবারকেই সময় দিবেন তিনি।

সাবিলা নূর
সাবিলা নূর:
ঈদ মানেই অভিনেত্রী সাবিলা নূরের একটু ঘুমানো , অন্য সময় ব্যস্ত থাকলেও , বিশেষ এই দিনে শশুড়বাড়িকে সময় দিবেন তিনি।

আলভী
আলভী:
এবারের ঈদটা একটু ভিন্ন অভিনেতা আলভীর। চিকিসার জন্য মাকে নিয়ে যাবেন ব্যাংকক।সেখানেই করবেন কোরবানির ঈদ।

তানিয়া বৃষ্টি
তানিয়া বৃষ্টি:
বাবা দেশের বাইরে থাকায় ঈদে খুব একটা গ্রামে যাওয়া হয়না অভিনেত্রী তানিয়া বৃষ্টির |তবে ঢাকাতেই পরিবার নিয়ে সময় কাটান এই দিনটি।

আরশ খান
আরশ খান:
কোরবানির ঈদকে একটু অন্যভাবে দেখেন তরুণ প্রজন্মের অভিনেতা আরশ খান।

জোভান
জোভান:
জোভানের প্রতিবারের ঈদ কাটছে ঢাকাই এমনটাই জানিয়েছিলেন ঈদের আগে।
ঈদের এই আনন্দকে সাধারণ মানুষের মতো শোবিজের তারকারাও চেষ্ঠা করেন পরিবারের সঙ্গে কাটাতে। সারা বছরের কর্ম ব্যস্ততা শেষে এই দিনটিকে সব তারকারাই চায় একটু নিজের মতো করে কাটতে।