‘মিস ইন্ডিয়া-২০২২’ মুকুট জিতেছেন কর্নাটকের সিনি শেঠি। ৩১ জন ফাইনালিস্টকে হারিয়ে সেরার মুকুট পড়েন তিনি।
রোববার (৩ জুলাই) রাতে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল ২০২২ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বিচারকদের প্যানেলে ছিলেন-নেহা ধুপিয়া, মালাইকা অরোরা, ডিনো মোরিয়া, মিতালি রাজের মতো তারকারা। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত ও দ্বিতীয় রানার আপ হয়েছেন উত্তর প্রদেশের শিন্তা চৌহান।
‘মিস ইন্ডিয়া’ খেতাব বিজয়ী ২১ বছরের বয়সী সিনি শেঠির জন্ম মুম্বাইতে। তবে তিনি বসবাস করেন কর্ণাটকে। অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট(সিএফএ)-এর পেশাদার কোর্স করছেন সিনি। এর পাশাপাশি তিনি নাচতেও খুব পছন্দ করেন। ভরতনাট্যম শিখছেন তিনি।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: