দীর্ঘ বিরতির পর আবার দেখা যাবে বলিউডের শুচিস্মিতা মাধুরী দীক্ষিতকে। বলিউডের জনপ্রিয় রিয়েলিটি শো 'ঝালাক দিখলা যা' এর বিচারক হয়ে আসছেন তিনি।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, ৫ বছর পর শো-তে ফিরছেন বলিউডের শুচিস্মিতা মাধুরী দীক্ষিত। এর আগে ২০১৭ সালে অনুষ্ঠানটির বিচারক হয়েছিলেন তিনি। এরপর এ বছর শো-র দশম সিজনে আবারও বিচারকের আসনে তাকে দেখতে পাবেন বলে আশাবাদী দর্শকরা।
বলিউডের জনপ্রিয় এ অনুষ্ঠানে আয়োকরা কাজলকে পাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি রাজি হননি।
রাজি না হওয়ার কারন এখনো জানা যায়নি। এতে একদিকে ভক্তরা যেমন হতাশ হয়েছেন, অন্যদিকে 'ঝালাক দিখলা যা'র দর্শকদের জন্য নতুন এক চমক নিয়ে আসার কথা জানিয়েছেন আয়োজকরা।
জানা গেছে, নবম সিজনের বিচারক শহিদ কাপুর ও জ্যাকুলিনও থাকছেন না এবারের আসরে।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: