কাজের ফাঁকে মাঝে মাঝেই ঘুরতে চলে যান সারা আলি খান। কিছুদিন আগেই কাশ্মীর গিয়েছিলেন তিনি, এবার ফের পাহাড়ের কোলে দেখা মিলল নায়িকার।
কাশ্মীরে ছুটি কাটাচ্ছেন নায়িকা। মেরুন ট্র্যাকস্যুট সঙ্গে ম্যাচিং জ্যাকেট, হাতে লাঠি। তার পোশাক দেখেই বোঝা যাচ্ছে ট্রেকিংয়ে গেছেন সারা।
পাহাড়ের কোলে টেন্টেই রাত কাটছে নবাবকন্যার। অ্যাডভেঞ্চার চুটিয়ে উপভোগ করছেন সারা।
কার সঙ্গে ট্রেকিংয়ে গেছেন নায়িকা? তা অবশ্য খোলসা করেননি সারা।
দেশটিভি/মাহমুদ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: