এবার বাবা হওয়ার গৌরব অর্জন করলেন এই সময়ের ঢাকাই সিনেমার আলোচিত নায়ক সিয়াম আহমেদ। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী ফুটফুটে এক পুত্রসন্তান জন্ম দিয়েছেন। সিয়াম নিজেই এই তথ্য গণমাধ্যমকে জানান।
তিনি জানান, আলহামদুলিল্লাহ! দুজনেই সুস্থ আছেন। সবার কাছে দোয়া চাই।
গেল বছরের ডিসেম্বরে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে একটি ছবি অন্তর্জালে প্রকাশ করে বাবা হতে যাওয়ার সুখবর জানান সিয়াম আহমেদ।
এর আগে ২০১৮ সালের ১৬ ডিসেম্বরে দীর্ঘ দিনের প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে বিয়ে করেন সিয়াম আহমেদ।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: