মোশাররফ করিমের কাছ থেকে নাটকের দীক্ষা নিলেন উপস্থাপনার মিষ্টি মেয়ে খ্যাতি পাওয়া মৌসুমী মৌ। মৌ’র উদ্দেশ্যে মোশাররফ বলেছেন, ‘অভিনয়ই করিস না, তুই যা, তেমনই থাক’,।
দীর্ঘ দিন দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপনায় মুগ্ধতা ছড়িয়েছেন মৌ। শখের বশে দুই বছর আগে অভিনয়ে নাম লিখিয়েছিলেন তিনি। অভিনয় করেছেন ১০টিরই বেশি নাটকে, হয়েছেন প্রশংসিতও। গেল ঈদে ৫ নাটক নিয়ে হাজির হলেও এবার ব্যস্ততায় খুব একটা সময় করে উঠতে পারেননি। তবে ঈদের একটি নাটকে দেখা যাবে জনপ্রিয় এ উপস্থাপিকাকে।
নাটকের নাম ‘বস’। মজার গল্পের এই নাটকটি রচনা ও নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। এখানে মৌ-য়ের বসের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
মৌসুমী মৌ বলেন, ‘এবার ঈদে নাটকের জন্য খুব একটা সময় বের করতে পারিনি, একটি কাজই করেছি। এই কাজের স্ক্রিপ্টটা যখন পেলাম দেখলাম গল্পটা সুন্দর এবং গুণী অভিনেতা মোশাররফ করিম ভাই আছেন এবং ইমরাউল রাফাত ভাই একজন ভালো পরিচালক; সবকিছু মিলিয়ে মনে হলো কাজটা করা যায়। মোশাররফ ভাইয়ের সঙ্গে এর আগে আমার আলাপচারিতা হয়েছে, উনার সাক্ষাতকার নিয়েছিলাম কয়েকবার, এছাড়া উনার সঙ্গে রবির একটা শো করেছিলাম কিন্তু অভিনয় করা হয়নি। এবারই প্রথম।’
তিনি আরও বলেন, ‘উনার সঙ্গে কাজের অভিজ্ঞতা, এক কথায়- দুর্দান্ত। শটে যাওয়ার আগে মোশাররফ ভাই আমাকে বলেন, অভিনয়-ই করিস না, তুই যা, তেমনই থাক। একদম স্বাভাবিক থাক। তুই শুধু এটা চিন্তা কর, এই জায়গায় তুই হলে কি করতি, সেটাই কর! প্রতিটা দৃশ্যে যাবার আগে আমাকে অনেক বোঝাতেন, শিখাতেন। আমাকে বলে দিতেন- তুই এটা এভাবে কর, ওভাবে কর!
ইমরাউল রাফাত ভাইও বেশ সহযোগিতা করেছেন, একদম ধরে ধরে কাজ করেছেন। আমি এখন পর্যন্ত যে কয়েকজন পরিচালকের সঙ্গে কাজ করেছি সেখানে এক টেক-ই নেওয়া হয়েছে বেশিরভাগ! এরপর আর কোন টেক নিতো না অনেকেই। তবে ইমরাউল ভাই খুব সুন্দরভাবে টেক নেওয়ার আগে আমাকে বলে দিত এবং অভিনয় করে দেখিয়ে দিত যে, আপনার এই চরিত্র, আপনি এটা এভাবে করেন।
আমি এই দুজনের সঙ্গে কাজ করেই বেশ মজা পেয়েছি এবং অনেক উপভোগ করেছি।’
আসছে ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত হবে বলে জানা গেছে।