ওয়ার্নার ব্রাদার্স অ্যানিমেশন ও নিউ লাইনের অ্যানিমেশন সিনেমা "দ্য লর্ড অব দ্য রিংস: দ্য ওয়ার অব দ্য রোহিররিম" ২০২৪ সালের ১২ এপ্রিল মুক্তি পাচ্ছে।
সোলা এন্টারটেইনমেন্টে গত বছর থেকে সিনেমাটির অ্যানিমেশনের কাজ চলছে। ওয়ার্নার ব্রাদার্স বলছে, সিনেমায় কারা কণ্ঠ দেবেন শিগগিরই তার ঘোষণা আসবে।
অ্যানিমেটেড সিনেমাটিতে রোহানের পরাক্রমশালী রাজা হেলম হ্যামারহ্যান্ডের সময়ের কথা উঠে আসবে। কেনজি কামিয়ামা ব্লেড রানার: ব্ল্যাক লোটাস ও ঘোস্ট ইন দ্য শেল: স্ট্যান্ড অ্যালোন কমপ্লেক্স পরিচালনা করেছেন। জেফরি অ্যাডিস ও উইল ম্যাথিউসের গল্প থেকে রোহিররিমের কাজ করা হয়েছে।
নেটফ্লিক্সে প্রচারিত দ্য ডার্ক ক্রিস্টাল: এজ অব রেজিস্ট্যান্সের জন্য জনপ্রিয় জেফরি। দুই দশক আগে ২০০১ সালে নিউ লাইন থেকে মুক্তি পায় চলচ্চিত্র নির্মাতা জ্যাকসনের লর্ড অব দ্য রিংস: দ্য ফেলোশিপ অব দ্য রিং। জ্যাকসনের তৃতীয় ছবি, রিটার্ন অব দ্য কিং। সিনেমাটি অস্কারে সেরা ছবির পুরস্কার জিতেছিল। তার তিনটি সিনেমাই তুমুল জনপ্রিয়তা পায়। সব মিলিয়ে এ ছবিগুলো থেকে ২৯০ কোটি ডলারের বেশি আয় হয়েছিল।
লেখক জেআরআর টলকিয়েনের উপন্যাস ‘দ্য হবিট’-এর মাধ্যমে আবারো কাজে ফিরছেন জ্যাকশন আর এটি হবে প্রিক্যুয়েল। / দ্য হলিউড রিপোর্টার