অনেক দিন ধরেই চুটিয়ে চলছে প্রেম। মুম্বাইয়ে একসঙ্গে লিভ টুগেদারও করছেন। এবার চার হাত এক হওয়ার পালা। মার্চেই বিয়ের পিঁড়িতে বসার গুঞ্জন উঠেছে। এবার তাদের বিয়ের পালা। ২০২০ এর এপ্রিলে বিয়ের কথা ছিলো। হতে দিল না করোনা। তবে পথের কাটা আর এবার থাকছে না। বলছিলাম বলিউড অভিনেতা আলি ফজল ও অভিনেত্রী রিচা চাড্ডার কথা।
ভারতের চলচিত্র পাড়ায় এখন এই দুজনের বিয়ে নিয়ে জোর আলোচনা চলছে।ভারতের ই-টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্চে ‘ফুকরে’ সিরিজের তিন নম্বর ছবির শুটিংয়ের সুবাদে দিল্লিতে থাকবেন আলি ও রিচা। তারই এক ফাঁকে কয়েক দিনের ছুটি নিয়ে তারা বিয়ের পর্বটা সারবেন।
জানা গেছে, দিল্লিতে নয়; বরং মুম্বাই উড়ে গিয়ে ছাদনাতলায় বসবেন রিচা ও আলি। এরপর বিয়ের অনুষ্ঠান মিটলে আবার তারা দিল্লি উড়ে যাবেন ‘ফুকরে ৩’-এর শুটিং শুরু করার জন্য।
এর আগে ‘ফুকরে’ ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন রিচা এবং আলি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রিচা বলেন, ‘আমাদের দুজনের সম্পর্কে বেশ রসায়ন আছে। আমি ভালো কাজ করলে আলি প্রশংসা করে, আবার কাজ পছন্দ না হলেও আলি সেটা স্পষ্ট আমাকে জানিয়ে দেয়।’
২০২০ সালের এপ্রিলে বিয়ের তারিখ পাকা ছিল রিচা ও আলির। কিন্তু করোনার জন্য সেই পরিকল্পনা ভেস্তে যায়। বিয়ের নতুন তারিখ এখনো সামনে আনেনি এ জুটি।
এই মুহূর্তে ‘ফুকরে ৩’ এবং একাধিক ওয়েব সিরিজ ছাড়াও আলির হাতে রয়েছে ‘ডেথ অন দ্য নাইল’-এর মতো বিগ বাজেটে হলিউড প্রজেক্ট। অন্যদিকে, তিগমাংশু ধুলিয়ার আসন্ন ছবি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার’-এ দেখা যাবে রিচা চাড্ডাকে।