হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ফিডব্যাক ব্যান্ডের প্রধান জনপ্রিয় সংগীতশিল্পী ফোয়াদ নাসের বাবু। ৮ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন তিনি। এরপর রাত সাড়ে ১২টা নাগাদ রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেই রাতেই তার হার্টে জরুরি ভিত্তিতে রিং বসানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ। যুগান্তরকে তিনি বলেন, নিজ বাসায় বাবুর হার্ট অ্যাটাক হয়।
এরপর রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। রাতেই সেখানে রিং বসানো হয়েছে। বর্তমানে তার শরীর স্টেবল আছে। দু’তিন দিন হাসপাতালে থাকতে হবে ডাক্তাররা জানিয়েছেন।