জেমস বন্ডের নতুন সিনেমা এ বছর মুক্তি পায়নি। আগামী বছর ‘নো টাইম টু ডাই’ মুক্তি পাবে।
তার আগে চাইলে ইউটিউবে দেখে নেওয়া যাবে জেমস বন্ড সিরিজের প্রথম ১৯টি সিনেমা। তবে ফ্রিতে এ সিনেমাগুলো দেখার সুবিধা শুধু যুক্তরাষ্ট্রের বাসিন্দারাই পাবেন।
প্রায়ত অভিনেতা শন কনেরি অভিনীত ড. নো ও গোল্ডফিঙ্গার, পিয়ার্স ব্রসনানের গোল্ডেন আইও থাকবে এই তালিকায়। তবে ডেনিয়েল ক্রেইগের সিনেমাগুলো এখানে পাওয়া যাবে না। কতোদিন পর্যন্ত এ সুযোগ থাকবে তা জানা যায়নি।
কিছুদিন আগেই শন কনেরির মৃত্যু হয়েছে। তার প্রতি সম্মান জানাতেই ফ্রিতে সিনেমাগুলো দেখার সুযোগ দিচ্ছে সনি পিকচার্স।
শন কনারি গত ৩১ অক্টোবর ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ‘জেমস বন্ড’ সিরিজের প্রথম সাতটিতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেন। এ ছাড়াও, ইন্ডিয়ানা জোন্স, লাস্ট ক্রুসেড, দ্য রক ছবিতে অভিনয় করেন তিনি। / টেশ