বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় এবার ‘মিস ওয়ার্ল্ড-২০১৬’ নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত দেশ পুয়ের্তা রিকার স্টেফানি দেল ভ্যালে।
মিস ওয়ার্ল্ডের খেতাব নেওয়ার সময় আপ্লুত স্টেফানি কেঁদে ফেলেন তিনি। গতকাল রোববার সন্ধ্যায় আমেরিকার এমজিএম ন্যাশনাল হারবার রিসোর্টে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।
২০১৫ সালের বিশ্বসুন্দরী মিরাইয়া লালাগুনা রয়ো স্টেফানির মাথায় বিজয় মুকুট পরিয়ে দেন।
বাদামী চোখের ১৯ বছর বয়সী এ সুন্দরী নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন। স্পানীশ, ফ্রেঞ্চ এবং ইংরেজী ভাষায় কথা বলতে পারেন। স্টেফানি বিনোদন জগতে কাজ করবেন বলে আশাবাদী।
প্রতিযোগিতায় ডোমিনিকান রিপাবলিকের সেরা সুন্দরী ইয়রিতেজা মিগুয়েলিনা রেইজ র্যা মিরেজ ও ইন্দোনেশিয়ার নাতাশা ম্যানুয়েলাকে টপকিয়ে সেরা সুন্দরীর মুকুট পরলেন স্টেফানি।
সেরা পাঁচে আরো ছিলেন মিস কেনিয়া ও মিস ফিলিপাইন।