আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন-ঢাকা লিট ফেস্ট ২০১৬ এর বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর বাংলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে- এ ঢাকা লিট ফেস্ট ২০১৬।
বুধবার সকালে বাংলা একাডেমির সম্মেলন কক্ষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সাহিত্য সম্মেলনে নোবেলজয়ী লেখকসহ বিশ্বের বহু সংখ্যক কবি-সাহিত্যিকরা অংশ নিচ্ছেন।
সভায় সিদ্ধান্ত নেয়া হয় নিরাপত্তার স্বার্থে এবার এ সম্মেলনস্থলে কেউ ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না।
এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রতিনিধি ছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।