বিশ্বময় বাংলার শিল্পিত উচ্চারণ- স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও আবৃত্তিকার এর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো শুরু হলো দুই দিনের পূর্ব-পশ্চিম আবৃত্তি উৎসব।
শুক্রবার সকালে শিল্পকলা একাডেমীর নন্দন মঞ্চে উৎসবের উদ্বোধন করেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার।
বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিল্পীদের সবার সামনে নিয়ে আসা এই উৎসবের উদ্দেশ্য।
বাঙালির ঐতিহ্য শিল্প-সাহিত্যের সভ্যতাকে ধারন করে বিশ্বময় ছড়িয়ে দিতে শিল্পীদের প্রতি আহ্বান জানান তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: