আগামী ২৩ জানুয়ারি থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে শুরু হচ্ছে নবম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব।
বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি- ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে একথা জানান আয়োজকরা।
উৎসব উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
চিলড্রেন ফিল্ম সোসাইটির উদ্যোগে এই উৎসব সারাদেশের ১৫ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের ৩০টির দেশের প্রায় দু'শ শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: