জনপ্রিয় টিভি সিরিজ ‘কুয়ান্টিকো’র পর এবার হলিউডের ছবিতে অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। বলিউডের এ সুন্দরী অভিনয় করতে যাচ্ছেন ‘বেওয়াচ’ নামের একটি চলচ্চিত্রে।
নামটা পরিচিত মনে হচ্ছে? হ্যাঁ, নব্বই দশকের জনপ্রিয় টিভি সিরিজের নাম ছিল ‘বেওয়াচ’। ওই সিরিজ অবলম্বনেই সাজানো হয়েছে নতুন এ ছবির চিত্রনাট্য।
গত মাসে টুইটারে প্রিয়াঙ্কার পোস্ট করা ছবিতে ‘ওয়ার্ল্ড ডমিনেশন’ লিখে চমকে দেন দ্য রক। ছবিটিতে অভিনয়ের ব্যাপারে প্রিয়াঙ্কা এখন আলোচনা করছেন। সব ঠিক থাকলে এর মাধ্যমে হলিউডের ছবিতে যাত্রা শুরু হতে পারে তার।
হলিউড রিপোর্টার মতে, ‘কুয়ান্টিকো’ আর ‘বেওয়াচ’ একই সময়ে চিত্রায়িত হতে পারে বলে একটা ঝামেলা রয়েছে। তাই দুইটি কাজকে সমন্বয় করতে হবে ৩৩ বছর বয়সী এ সুন্দরীকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: