জাজবা'য় দারুণ অভিনয়ের জন্য ঐশ্বরিয়াকে 'স্টারডাস্ট অ্যাওয়ার্ড ২০১৬' পুরস্কার তুলে দেন এক সময়ের বলিউডে ঝড় তোলা অভিনয় শিল্পী রেখা।
রোববার 'জাজবা'য় ঐশ্বরিয়া 'স্টারডাস্ট অ্যাওয়ার্ড পুরস্কার নেয়ার সময় রেখাকে মা বলে সম্ভোধন করেন তিনি।
বলিউডে এক সময়ের জনপ্রিয় জুটি অমিতাভ-রেখা— এ জুটি নিয়ে ওইসময়ে অনেক গুজবও রটেছিল—সে গুজবকেই যেন বাস্তবে রূপ দিলেন ঐশ্বরিয়া রাই।
সম্প্রতি এক অনুষ্ঠানে রেখাকে সরাসরি 'মা' বলে সম্ভোধন করেন অমিতাভের ছেলের বউ সাবেক এ বিশ্বসুন্দরী।
ঐশ্বরিয়াকে তার অনুভূতির কথা বলতে বলা হয় তখন ঐশ্বরিয়া বলেন, 'মায়ের কাছ থেকে পুরস্কার নিতে পারা অনেক বড় ব্যাপার।'
অনুষ্ঠানে তখন দর্শক সারিতে অমিতাভ বচ্চন—ঘুরে গেল ক্যামেরা তখন অমিতাভের দিকে সঙ্গে সঙ্গে সবাই হতবাক দর্শক সারির।
ঐশ্বরিয়ার এ সম্ভোধন কি শুধু সম্মানসূচক না অন্য কোনো ইঙ্গিতপূর্ণ তার ব্যাখা অবশ্য দেননি সাবেক এ বিশ্বসুন্দরী। তবে তার শ্বাশুড়ী জয়া বচ্চন এটা কিভাবে নিবেন এটাই এখন দেখার বিষয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া