ঘড়ির কাঁটা রাত ১১টা ৫৯ মিনিট পেরুতেই ২০১৫-কে বিদায় জানিয়ে ইংরেজি নববর্ষ উদযাপনের উল্লাসে মেতে ওঠে রাজধানীবাসী। করতালি-কোলাহল, গান আর গাড়ির হর্নে প্রাণচঞ্চল হয়ে ওঠে পৌষের রাত। জমকালো আতশবাজি, নাচ-গান-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে রাস্তায় নামে মানুষের ঢল। পাড়া মহল্লার পাশাপাশি অভিজাত হোটেলগুলোতেও ছিলো বিশেষ আয়োজন।
এদিকে, বিশ্ববাসীকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় আলোকসজ্জা আর আতশবাজি দিয়ে নতুন বছরকে বরণ করছেন নগরবাসী।
নতুন বছরের প্রথম প্রহরে অভিজাত হোটেলগুলোতেও বিশেষ আয়োজন।
তবে, এসবের পাশাপাশি ব্যাতিক্রমী আয়োজনে নতুন বছরকে বরণ করেছেন কেউ কেউ। হ্যান্ডস টুগ্যাদারসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত বিতরণ করে বরণ করেছেন নতুন বছরকে।
এদিকে, থার্টি ফাস্ট নাইটের এই আয়োজনে যে কোনো অপ্রীতিকর পরিস্থিত এড়াতে পুরো রাজধানীজুড়েই নেয়া কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যানবাহন চলাচলেও রয়েছে কড়াকড়ি।