সহিংস ও অশ্লীল ঘটনা পরিহার করে সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণ করতে প্রযোজক ও পরিবেশকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার দুপুরে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশকদের সঙ্গে এক মতবিনিয় সভায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সংহিসতা ও বিভৎসতাকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মাণ সমীচিন নয়।
দেশের সমৃদ্ধ সংস্কৃতি, মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ ঐতিহাসিক ঘটনা নিয়ে ছবি বানানোর জন্য তিনি প্রযোজক-পরিবেশকদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় ইনু বলেন, সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণে সংশ্লিষ্টরা এগিয়ে আসলে সরকার এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেবে।
পাইরেসি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: