একাত্তরের চেতনা নিয়ে তরুণ প্রজন্মই ভবিষ্যতে জঙ্গিমুক্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার ও বুশরা শাহরিয়ারের 'বিজয়ের গান' শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, অতীতের মত বর্তমানেও দেশকে সকল ষড়যন্ত্র থেকে তরুণ প্রজন্মই রক্ষা করতে পারে।
পরে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়ে আহমেদ পলকসহ অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন।
ফেসবুকের প্রোফাইল পিকচারে জাতীয় পতাকার ছবি যুক্ত করতে বিশেষ অ্যাপলিকেশন 'বিজয় ৭১' এরও এ সময় উদ্বোধন করা হয়।
এদিকে, যুদ্ধাপরাধীদের বিচারের অভিজ্ঞতা থেকে জঙ্গিবাদী শক্তিকে দমন করার পরামর্শ দিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা।
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত আলোচনা সভায় এ পরামর্শ দেন তারা। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাতে ইসলামের সঙ্গে রাজনীতি করায় বিএনপির কঠোর সমালোচনা করেন বক্তারা।