ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ছায়ানট যৌথভাবে উদযাপন করতে যাচ্ছে বিজয় দিবস। এ দিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সাংস্কৃতিক পরিবেশনায় উদযাপিত হবে বিজয় উৎসব।
শুক্রবার এ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন ও মহড়া অনুষ্ঠানে ছায়ানটের সভাপতি সানজীদা খাতুন এ কথা বলেন।
শেকড়ের সংস্কৃতি থেকে বিচ্যুত দেশের মানুষকে একসূত্রে গাঁথতেই তাদের এ উদ্যোগ বলে জানান তিনি।
এ সময় সানজীদা খাতুন বলেন, ক্রমেই দেশের মানুষ অসহিষ্ণু হয়ে পড়ায় যার প্রভাবে বাড়ছে খুনাখুনি।
সাধারণ মানুষের কাছে ছায়ানট না পৌঁছানোর অভিযোগ থেকে মুক্তি পাওয়ার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলেও জানান তিনি।
বিজয় দিবস উদযাপনকে সামনে রেখে গত ১৫ দিন ধরে চলছে ছায়ানটের প্রস্তুতি। এবার বিজয় দিবসের দিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠানে, বিশ্ববিদ্যালয় পরিবার, ছায়ানট ও তার অঙ্গসংগঠনের প্রায় সাড়ে ৪ হাজার সদস্য সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিবে।