বিজয় উৎসব-২০১৫ উপলক্ষে আগামী ১৩ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত আট দিনের কর্মসূচি পালন করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে বিজয় উৎসব উদযাপন পরিষদ-২০১৫।
এতে বলা হয়, এ আটদিন রাজধানীর ১৪টি জায়গায় বিজয় উৎসব পালন করা হবে, আর ১৬ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সকাল ১০টায় "বিজয় শোভাযাত্রা" বের করা হবে।
এবারের শোভাযাত্রায় যুদ্ধাপরাধীদের প্রতীকী এবং স্বাধীনতা যুদ্ধের বীর সন্তানদের ছবি স্থান পাবে। এতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীসহ ও দেশের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন বলেও জানানো হয়। এ উৎসবে ৩ শতাধিক সাংস্কৃতিক সংগঠন অংশ নেবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: