ভারতে চলমান অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করে বেশ বিপাকেই পড়েছেন খ্যাতনামা বলিউড অভিনেতা আমির খান। পাশে কেউ কেউ দাঁড়ালেও এ অভিনেতাকে আক্রমণই সহ্য করতে হচ্ছে বেশি। এবার তার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।
আমির খানের বিরুদ্ধে ভূপালের কয়েকজন আইনজীবীর আনা অভিযোগে বলা হয়, এই অভিনেতার মন্তব্য দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। পাশাপাশি অনেক ভক্ত আমিরের কারণে প্রভাবিত হতে পারেন বলেও অভিযোগ তাদের।
বলিউডের এ অভিনেতা সম্প্রতি বলেছিলেন, ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতায় তিনি শঙ্কিত। তার স্ত্রীও সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ায় প্রয়োজনে দেশ ছাড়তে হতে পারে বলে মন্তব্য করেন তিনি। এ মন্তব্যের বিপরীতে ক্ষমতাসীন বিজেপির পাল্টা মন্তব্য ও বলিউডসহ নানা মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠে।
এমনকি ভারতীয় সংসদের অধিবেশনে নাম উল্লেখ না করলেও বিতর্কের কেন্দ্রে ছিলেন এ অভিনেতা। পরবর্তীতে অবশ্য দেশ ছাড়বেন না বলে জানান আমির খান।