মহাসমারোহে দেশের বিভিন্ন স্থানে পালিত হল হিন্দুদের অন্যতম উৎসব রাসমেলা। পূজা অর্চনা, কীর্তন, নাচ -গানসহ বিভিন্ন আয়োজনে পালিত হয় এ উৎসব। দিনাজপুরের কান্তজীর মন্দির প্রাঙ্গনে এ উপলক্ষে বসেছে মাসব্যাপী রাসমেলা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দিনাজপুরের ঐতিহাসিক কান্তজীর মন্দির প্রাঙ্গণ এখন হাজারো ভক্ত, পুন্যার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর। উপলক্ষ রাধা-কৃষ্ণের রাস উৎসব। গত বুধবার উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
রাস উৎসব একদিনের হলেও মেলার আয়োজন মাসব্যাপী। দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে শ্রীকৃষ্ণের আরাধনা আর মনোবাসনা পূরণে ভক্ত-পূণ্যার্থীরা আসেন এ উৎসবে।
রাসমেলা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জেও। উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
মনিপুরী সম্প্রদায়ের প্রধান এ উৎসবে নট সংকীর্তন, রাখাল নৃত্য, রাসনৃত্যের পাশাপাশি ছিল বিভিন্ন আয়োজন।
ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের ঢল নামে এ উৎসবে। রাতভর রাধাকৃষ্ণের রাসলীলা পরিবেশিত হয় মনিপুরী নৃত্যের ধ্রুপদ ভঙ্গিমায়।