আগামী বৃহস্পতিবার থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথম 'ইন্টারন্যাশনাল ইনডিজেনাস থিয়েটার ফেস্টিবল' শুরু হচ্ছে।
সোমবার দুপুরে শিল্পকলা একাডেমিতে সম্প্রীতি নাট্যোৎসব পর্ষদের সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
এতে বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলের ১৬টি নাট্যদল আট দিনব্যাপী বৈচিত্র্যময় নাট্যক্রিয়া প্রদর্শন করবে বলে জানানো হয়।
বাংলাদেশের চাকমা, মনিপুরী, ত্রিপুরা, সাঁওতাল, গারো, মারমা, ওঁরাও এবং ভারতের অসমিয়া, খাসি, বড়ো, মনিপুরী, ত্রিপুরা, মিজো, ঝাড়খন্ড ও ছৌ মৃত্তিকালগ্ন গোষ্ঠীর নাট্যদল এ উৎসবে অংশ নিবেন।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: