নানা প্রতিবন্ধকতা আর বিভিন্ন প্রতিবাদের মুখে ভারতে গিয়ে গান করার সুযোগ এখন মেলে না পাকিস্তানি শিল্পীদের। সেদিক থেকে আদনান সামি অত্যান্ত ভাগ্যবান কারণ ভারতীয় নাগরিকত্ব পেতে যাচ্ছেন পাকিস্তানি এ গায়ক।
এক দশকেরও বেশি সময় ধরে ভারতে বসবাস করছেন আদনান সামি। ভারতীয় সংগীত শিল্পে উল্লেখ করার মতো অবদান রয়েছে ‘কাভি তো নজর মিলাও’ গানের তারকার। এ সব বিবেচনা করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪২ বছর বয়সী এ শিল্পীকে নাগরিকত্ব দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে।
পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় চলতি বছরের আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ভারতে থাকার অনুমতি পান আদনান সামি।
আদনানের জন্ম লন্ডনে। তার বাবা আরশাদ সামি খান পাকিস্তানি আর মা নওরিন খান কাশ্মিরের নাগরিক। তবে যুক্তরাজ্যে বেড়ে ওঠেন তিনি। পড়াশোনাও শেষ করেন সেখানেই। তার কানাডিয়ান নাগরিকত্বও আছে।
পাকিস্তানি শিল্পীদের মধ্যে ফাওয়াদ খান, মাহিরা খান, আতিফ আসলাম, গুলাম আলি ও আলি জাফর ভারতে গিয়ে কাজ করতে থাকায় দেশটির রাজনীতিবিদদের রোষানলে পড়েছেন।