ক্ষতিগ্রস্ত ডিএনএ পুনর্গঠনে কোষের ভূমিকা নিয়ে গবেষণার জন্য এ বছর রসায়ন বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন ৩ বিজ্ঞানী। এরা হলেন সুইডেনের টমাস লিনঢাল, যুক্তরাষ্ট্রের পল মডরিচ ও তুর্কি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক আজিজ সানকার।
বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমে নোবেল কমিটি এ তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে।
নোবেল কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, তাদের গবেষণায় উঠে এসেছে কিভাবে ক্ষতিগ্রস্ত ডিএনএকে পুনর্গঠন করে সৃষ্টি-সম্বন্ধীয় তথ্য নিরাপদ রাখা যায়। এসব গবেষণা থেকে জীবন্ত কোষের ভেতরে কি ঘটছে সে বিষয়ে মৌলিক ধারণা পাওয়া গেছে এবং ওই কোষ ব্যবহার করে ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
রসায়নবিদ লিনঢাল যুক্তরাজ্যের ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউট এবং ক্লেয়ার হল ল্যাবরেটরিতে আর মডরিচ হাওয়ার্ড মেডিক্যাল ইনস্টিটিউট ও ডিউক ইউনিভার্সিটি অব মেডিসিনের এবং আজিজ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যারোলিনায় ডিএনএ পুনর্গঠনের কার্যবলি নিয়ে গবেষণা করছেন।