বলিউডের এ সময়ের তুমুল জনপ্রিয় দুই নায়িকা দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটের প্রেমিক হচ্ছেন শাহরুখ খান। এক ঢিলে দুই পাখি মারছেন কিং খান!
একই ছবিতে আসছেন তারা। ছবিটি পরিচালনা করবেন আনন্দ এল রাই। তিন তারকা বিশিষ্ট ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও ইরোস ইন্টারন্যাশনাল।
ভারতের এক গণমাধ্যম থেকে জানা যায়, দুই নায়িকা হিসেবে অনেকের নাম ভাবা হলেও শুরু থেকেই বলিউডের সবচেয়ে জনপ্রিয় দুজনকে নিতে চেয়েছেন নির্মাতারা। এক্ষেত্রে এগিয়ে আছেন দীপিকা ও আলিয়া।
শোনা যাচ্ছে, দীপিকা আর আলিয়ার নিজেদেরও আগ্রহ আছে ছবিটি নিয়ে। তাই তারা ব্যস্ততার মধ্যেই সময় বরাদ্দ দিতে যারপরনাই চেষ্টা করছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: