প্রায় এক ঘণ্টা ধরে যাচাই-বাছাই করে ‘পিকে’ ছবির সহঅভিনেত্রী আনুশকা শর্মার জন্য পছন্দ মতো বেনারসি শাড়ি কিনেছেন বলিউড তারকা আমির খান। মুক্তিপ্রতীক্ষিত ‘পিকে’ ছবির প্রচারণায় বেনারসে গিয়ে এ শাড়ি কেনেন তিনি।
আমির খান চেয়েছিলেন, বেনারস থেকে আনুশকাকে ‘বিশেষ কিছু’ উপহার দিতে আর সেইজন্যই বেছে বেছে নিজের পছন্দ মতো শাড়িটাই কিনেছেন মিস্টার ‘পারফেকশনিস্ট’ খ্যাত এ তারকা।
আমির খানের মুখপাত্রের ভাষ্য মতে, আমিরের মায়ের জন্মস্থান বেনারস। তাই নিজের সব ছবির প্রচারই তিনি পাটনা বা বেনারস থেকেই শুরু করেন আর বেনারসের তাঁতি ও বেনারসি শাড়ির কারিগরদের সঙ্গেও বেশ ভালো খাতির রয়েছে তার।
উত্তর প্রদেশ রাজ্যের বেনারস সূক্ষ রেশমের বেনারসি শাড়ির জন্য সারা ভারতে সুপরিচিতি। এ অঞ্চলের এই শাড়ির ব্রোকেডে সোনা ও রুপোর সুতোর কাজ থাকে। বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে এ শাড়ি ব্যবহৃত হয়।
উল্লেখ্য, রাজকুমার হিরানী পরিচালিত ‘পিকে’ মুক্তি পাচ্ছে ১৯ ডিসেম্বর। ছবিটিতে এক ভিনগ্রহবাসীর চরিত্রে দেখা যাবে আমির খানকে। আনুশকা শর্মা ছাড়াও এতে আরো অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত, বোমান ইরানি প্রমুখ।
এছাড়াও এ সিনেমায় বিশেষ একটি চরিত্রে দেখা যাবে অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত বলিউডের তারকা অভিনেতা সঞ্জয় দত্তকে।
এর আগে রাজকুমার হিরানী পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ ছবিতেও কাজ করেছেন আমির খান। সূত্র: টাইমস অব ইন্ডিয়া