দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। প্রার্থনা, র্যা লি এবং ক্রিকেট খেলাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে কিংবদন্তী এ নেতাকে স্মরণ করছে আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ।
প্রিয় মাদিবার স্মরণে কোলাহল আর নীরবতায় ৬ মিনিট ৭ সেকেন্ডের কর্মসূচির উদ্যোগ নিয়েছে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন।
প্রথমে ঘণ্টাধ্বনি, সাইরেন ও ভুভুজেলা বাজিয়ে কোলাহল চলবে ৩ মিনিট ৭ সেকেন্ড এবং পরের তিন মিনিট নীরবতা। এভাবেই বিশ্বজুড়ে ম্যান্ডেলার কর্মজীবনের ৬৭ বছরকে স্মরণ করার আহ্বান জানানো হয়েছে।
আন্তর্জাতিক সময় ৭টা ৫৬ মিনিটে শুরু হয়ে এ কর্মসূচি শেষ হবে ৮টা ৩ মিনিটে। তার সম্মানে প্রদর্শনী, কবিতা আবৃত্তি, গান বাজনা ও প্রীতি ক্রিকেট ম্যাচসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
দীর্ঘদিন ফুসফুসের সংক্রমণে ভুগে গত বছর ৫ ডিসেম্বর জোহানেসবার্গে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের এ নেতা।