আগামী ১৭ ও ২২ আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কর্মসূচি গ্রহণ করেছে। শনিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে দিনটি উদযাপনের বিস্তারিত কর্মসূচি জানানো হয়।
১৭ আগষ্ট সকালে জাতির মঙ্গল কামনায় ঐতিহ্যবাহী গীতাযজ্ঞের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। বিকেলে হবে ঐতিহাসিক শোভা যাত্রা এবং রাতে শ্রীকৃষ্ণ পূজা।
এ সময় দিনটি উপলক্ষে প্রধান প্রধান সরকারি ভবন আলোকসজ্জিত করাসহ জাতীয় মর্যদায় দিনটি উদযাপনে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে হিন্দু সম্প্রদায়ের ওপর অগ্নিসংযোগ, লুটপাট-ভাংচুরসহ সাম্প্রদায়িক সন্ত্রাস দমনে নতুন আইন প্রনয়নের আহ্বান জানানো হয় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশের পক্ষ থেকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: