‘পিকে' সিনেমার পোস্টারে আমির খানের নগ্ন ছবি নিয়ে শুরু হওয়া আলোচনা-সমালোচনার ঝড় আদালতের দ্বার পর্যন্তও পৌঁছেছে। মিস্টার পারফেকশনিস্ট নিজেও এ বিষয়ক ব্যাখ্যা দিয়েছেন। তবু থামছে না আলোড়ন। 'পিকে' পোস্টার নিয়ে নতুন করে আলোচনা উস্কে দিয়েছেন কৃষ্ণ হেগড়ে। কংগ্রেসের এ নেতা নিজ দায়িত্বে পোশাক পরিয়ে দিয়েছেন পোস্টারের 'নগ্ন' আমির খানের গায়ে।
হিন্দুস্থান টাইমস সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৯ আগস্ট 'পিকে' সিনেমার পোস্টারে নগ্ন আমির খানকে সবুজ রঙের একটি হাফপ্যান্ট এবং ধূসর রঙের টি শার্ট পরিয়ে দিয়েছেন কৃষ্ণ।
প্রকাশের পরপরই এই পোস্টারটিকে কৃষ্ণ হেগড়ে অশ্লীল ও ভারতীয় সংস্কৃতির পরিপন্থী বলে মন্তব্য করেন।
এবার পোস্টারের গায়ে পোশাক পরানোর প্রসঙ্গে কৃষ্ণ বলেন, ভারতীয় সংস্কৃতির অবমাননা রুখতে এই ধরনের প্রতীকী পদক্ষেপ নেয়া হয়েছে। তাছাড়া অল্প বয়সী অনেক ছেলে মেয়ে যারা আমিরকে আদর্শ হিসেবে মনে করেন তাদের মনেও একটি ভুল ধারণা তৈরি হতে পারে। তাই তিনি আশা করছেন তার এই পদক্ষেপ সবাই ভালোভাবে গ্রহণ করবে।
কৃষ্ণের এ পদক্ষেপ নিয়ে আমির কোনো মন্তব্য করেননি এখনো। আগামী ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে 'পিকে' ছবির দ্বিতীয় পোস্টার।