সম্প্রতি আবারো একবার খবরের শিরোনাম হলেন নার্গিস। এবার র্যা ম্প শোতে হাঁটতে গিয়ে মঞ্চের মাঝখানে ছিঁড়ে যায় তার পোশাক। অজস্র দর্শক এবং ক্যামেরার সামনে এমন পরিস্থিতিতে বিব্রতকর অবস্থায় পড়ে যান ৩৪ বছর বয়সী এ মডেল-অভিনেত্রী।
শনিবার দিল্লিতে ইন্ডিয়ান ব্রাইডাল ফ্যাশন উইকের তৃতীয় দিনে কালো রঙের গাউন গায়ে মঞ্চে ওঠেন নার্গিস। তবে র্যা ম্পে উঠেই ঘটল বিপত্তি। হঠাৎ করেই একেবারে মাঝামাঝি বরাবর ছিঁড়ে যায় নার্গিসের গাউনটি। এমন অপ্রস্তুত অবস্থায় কিছুক্ষণের জন্য খুব লজ্জায় পড়েন তিনি। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি সামলে নিয়ে কোনোমতে ছেড়া কাপড়ে শরীর ঢেকে হাসি মুখে ব্যাকস্টেজে ফিরে যান তিনি।
অনুষ্ঠান শেষে অবশ্য নার্গিসের দাবি, তখন আমার ভীষণ জোরে হাসি পাচ্ছিল তা যা থামতেই চাইছিল না।
যদিও অনেকের মতে, স্রেফ প্রচারণা পেতেই এই কাণ্ডটি ঘটিয়েছেন তিনি।
তবে নার্গিসের বক্তব্য, র্যা ম্পে হাঁটার সময় কেউ তার গাউনে পা দেয়। তাতেই ঘটে বিপত্তি। সূত্র: মিড-ডে
নার্গিস ফাকরির হাতে কোনো নতুন সিনেমা নেই। অবশ্য বলিউডের অভিনয়-দক্ষতায় মোটেও শক্ত কোনো অবস্থান এখনো গড়ে তুলতে পারেননি পাকিস্তানি বংশোদ্ভূত এই মার্কিন সুন্দরী।
গত ২০১১ সালে 'রকস্টার' ছবিতে অভিনয় করে এসেছিলেন আলোচনায়, তারপর অভিনয় দিয়ে তেমন আলোড়ন তুলতে না পারলেও, আলোচনায় ছিলেন বরাবরই।