মন্ত্রিসভায় অনুমোদনের পর জাতীয় সম্প্রচার নীতিমালার গেজেট প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে এ গেজেট জারি করা হয়। নিয়মানুযায়ী গেজেট জারির দিন থেকেই এ নীতিমালা কার্যকর হবে।
এদিকে, একটি স্বাধীন জাতীয় সম্প্রচার কমিশন গঠন ছাড়াই মন্ত্রিসভা জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া অনুমোদন করায় উদ্বেগ প্রকাশ করেছেন সম্প্রচার মাধ্যম সংশ্লিষ্টরা। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এ উদ্বেগের কথা জানান তারা।
বক্তারা বলেন, এই নীতিমালার মাধ্যমে সম্প্রচার মাধ্যমের কন্ঠরোধের ষড়যন্ত্র করা হচ্ছে।
গত পাঁচ আগস্ট মন্ত্রিসভায় জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া অনুমদনের তিন দিন পর এ ব্যাপারে গেজেট প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে তথ্য মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশের কথা জানানো হয়। নীতিমালা অনুযায়ী স্বাধীন জাতীয় সম্প্রচার কমিশন গঠনের আগ পর্যন্ত এই নীতিমালা বাস্তবায়নের কর্তৃত্ব থাকবে তথ্য মন্ত্রণালয়ের হাতে। শিগগিরই সম্প্রচার কমিশন গঠন করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী।
এদিকে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে জাতীয় সম্প্রচার নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন শিক্ষক,সাংবাদিকসহ বিশিষ্টজনেরা। সম্প্রচার কমিশন গঠনের আগে এধরনের নীতিমালা প্রণয়ন গণতন্ত্রের পরিপন্থী বলেও মন্তব্য করেন বিশিষ্টজন শাহদীন মালিক, আসিফ নজরুল, মাহমুদুর রহমান মান্না, মুহাম্মদ জাহাঙ্গীর।
একই দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
এতে মন্ত্রিসভায় অনুমোদিত জাতীয় সম্প্রচার নীতিমালা গণমাধ্যমের কণ্ঠরোধ করার একটি অশুভ প্রচেষ্টা বলে মন্তব্য করেন বার কাউন্সিলের প্রসিডেন্ট খন্দকার মাহবুব হোসেন।
বাক স্বাধীনতাহরণ করে সরকার বাকশালী কায়দায় শাসন কায়েম করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।