ইন্টারনেটের মাধ্যমে জাদুঘরকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভার্চুয়াল জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার— শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের ১০১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘ঢাকা জাদুঘর ও অধ্যাপক আহমদ হাসান দানী’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
ঐতিহাসিক নিদর্শনের বিশাল ভাণ্ডরে পরিণত হয়েছে জাতীয় জাদুঘর— এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় জাদুঘরকে মানুষের কাছে পৌঁছে দেয়া হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাসের অধ্যাপক ড. আব্দুল মমিন চৌধুরী।
ঢাকা জাদুঘরকে জাতীয় জাদুঘরে পরিণত করতে এ সময় তুলে ধরা হয় তার অবদান।
এছাড়া, অধ্যাপক আহমদ দানীর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন জাদুঘরের সাবেক মহাপরিচালক ড. এনামুল হক।