ধর্মকে ব্যবহার করে যেন কেউই রাজনীতি করতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানালেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মঙ্গলবার ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার চত্বরে নির্মিত বুদ্ধমূর্তির উদ্ধোধন করে এ কথা বলেন তিনি।
ধর্মকে অপব্যবহার করে জামাত-শিবিরসহ জঙ্গীবাদী সংগঠনগুলো মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করে সংস্কৃতিমন্ত্রী বলেন, এসব সংগঠন সংখ্যালঘুদের ওপর নানাভাবে আঘাত হানার চেষ্টা করছে।
ক্ষমতায় আসতে পারবে না বলেই বিরোধীদল নানাভাবে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্ঠা চালাচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বৌদ্ধ ধর্ম প্রচারক অতীশ দীপঙ্করের পৈত্রিক নিবাস সংরক্ষণসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন বৌদ্ধভিক্ষুরা।
দেশটিভি/মনজুর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: