বিয়ের পর এবার গোপনেই এবার বৌভাত সম্পন্ন করলেন বলিউড তারকা রানী মূখার্জি ও আদিত্য চোপড়া। দেশে ফিরেই আদিত্য চোপড়ার বাড়িতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের জন্য নৈশভোজের আয়োজন করেন চোপড়া দম্পতি।
এ দম্পতি মুখ না খুললেও এটাই বৌভাত অনুষ্ঠান বলে গুজব উঠেছে ফিল্ম পাড়ায়। জিনিউজের দেয়া প্রতিবেদনে জানানো হয়, আঁটসাট নিরাপত্তা বেষ্টনীতে ফাঁকফোকড় গলেও নবদম্পতির ছবি তুলতে পারেনি মিডিয়া।
দুদিন আগে তাদের দেশে ফেরার খবরও ছিল সকলের অজানা। দশ বছর ধরে সম্পর্ক গোপন রাখার মতোই এ অনুষ্ঠানও ছিল পুরোপুরি গোপন।
গত ২১ সে এপ্রিল রানী -আদিত্য ইতালিতে গোপনে বিয়ের কাজটি সম্পন্ন করেন।
দেশটিভি/মনজুর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: