রাজধানীর শাহবাগ থেকে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. আলী হোসেন। তার কাছ থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) ডিবি উত্তরের বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কায়সার রিজভী কোরায়েশী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে শাহবাগ থানার সেক্রেটারিয়েট রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে তিনি জানান, দেশের বিভিন্ন সীমান্ত থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতেন আলী হোসেন। পরে ঢাকায় খুচরা ও পাইকারিভাবে তা বিক্রি করতেন।
এ বিষয়ে শাহবাগ থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।