আলোচিত বিশ্বজিৎ খুনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইমরান হোসেনকে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত গোলদার ইমরানের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সদরপুর উপজেলার চর চাঁদপুর গ্রামের মীর আব্দুল জলিলের ছেলে ইমরান হোসেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিশ্বজিৎ দাসকে ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে কুপিয়ে ও পিটিয়ে খুন করা হয়। বিশ্বজিৎ খুনের মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। ২১ আসামির মধ্যে ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।