মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের প্রেমিকা গায়ত্রী অমর সিং সম্পর্কে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) বেশ কিছু তথ্য দিয়েছে। মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার (৩ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টমেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গায়ত্রী অমর সিং সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে ইউএনএইচসিআর বাংলাদেশের প্রধান কার্যালয়ে ২৩ মে একটি চিঠি দিয়েছিলাম। এর প্রেক্ষিতে গায়ত্রী বাংলাদেশে অবস্থানকালীন সময়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সংস্থাটি। এগুলো মামলার তদন্তে অনেক কাজে আসবে। গত জুলাই মাসের শেষের দিকে ইউএনএইচসিআর থেকে চিঠির উত্তরটি পেয়েছি।
তিনি আরও বলেন, চিঠিতে গায়েত্রীর বর্তমান অবস্থান সম্পর্কে কিছুই বলতে পারেনি সংস্থাটি। তবে গায়ত্রী আর ইউএনএইচসিআরে কাজ করে না বলে জানানো হয়েছে।
মামলার চার্জশিট কখন দেওয়া হবে জানতে চাইলে সন্তোষ কুমার বলেন, মামলার তদন্ত কাজ গোছাচ্ছি। / ঢাপো