রাজধানীর বাড্ডা থানাধীন মগরদিয়া, সাতারকুল এলাকায় র্যাব এর সংগে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতের নাম রনি মিয়া (৩২)।মৃতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শনিবার(২৮ ডিসেম্বর) ভোরে বাড্ডা থানাধীন মগরদিয়া সাতারকুল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
বিষয়টির সত্যতা নিশ্চিত নিশ্চিত করেছেন র্যাব-১ এর এএসপি কামরুজ্জামান। র্যাবের এ কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালালে এক দল মাদক ব্যবসায়ী গুলি চালালে র্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। সে সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী রনি মিয়া নিহত হলেও বাকি সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। ওই ঘটনায় একজন র্যাব সদস্যও আহত হয়। ঘটনাস্থল থেকে ২ টি ওয়ান শুটারগান, ২ টি শর্টগান, ৯ টি কারতুজ ও বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়।