রাজধানীর তেজগাঁয়ে ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে র্যাব-১ এ অভিযান শুরু করে। এর আগে অভিযানে পুলিশ কিছু না পেলেও এবার র্যাব উদ্ধার করেছে বিপুল পরিমাণ মাদক ও অন্যান্য জিনিসপত্র ।
তবে তা বৈধ কিনা তা খতিয়ে দেখার জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ডাকা হয়েছে।
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) তেজগাঁও জোন পুলিশের নেতৃত্বে ক্লাবটিতে অভিযান চালানো হয়। সে সময় ক্লাবটিতে অবৈধ কিছু পাওয়া যায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: