চট্টগ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় এক আসামি নিহত হয়েছেন।
সোমবার ভোরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ এলাকায় কথিত বন্দুকযুদ্ধে এই ঘটানা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম।
গত ১২ এপ্রিল নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগে লোহাগাড়া থানায় দায়ের করা মামলার একমাত্র আসামি ছিলেন সাইফুল।
র্যাব জানায় গোপন তথ্যের ভিত্তিতে ধর্ষণ মামলার আসামি সাইফুলকে ধরতে ভোরে অভিযান চালায় র্যাব-৭।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুলের সহযোগিরা র্যাবকে লক্ষ করে গুলি চালায়। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে সাইফুলের মরদেহ পড়ে থাকতে দেখে তারা।
ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও ২৪টি গুলি জব্দ করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: