গাইবান্ধায় বল্লমঝাড় ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে খণ্ডকালীন শিক্ষক চান্দু মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার দক্ষিণ কাজলডোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন স্কুলের খণ্ডকালীন শিক্ষক চান্দু মুন্সি প্রশ্ন দেয়ার কথা বলে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়।
মেয়েটি বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। শনিবার এলাকাবাসী ও শিক্ষার্থীরা স্কুল ঘিরে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে স্কুলের প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
পরে রোববার সকালে মেয়েটির বাবা বাদী হয়ে চান্দু মুন্সিকে মূল আসামি করে একটি মামলা দায়ের করেন।
পরে ওই শিক্ষককে সাদুল্যাপুরের ভাতগ্রাম থেকে আটক করে পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: