ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি নুর উদ্দিনকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
এর আগে বৃহস্পতিবার রাতে মামলার চার নম্বর আসামি কাউন্সিলর মাকসুদ আলমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের পিবিআই ফেনী জেলা শাখার কর্মকর্তাদের হাতে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, ফেনীতে ঘটনাস্থল পরিদর্শন করেছে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত দল।
শুরুতে যৌন হয়রানির ঘটনা আমলে নিলে এমন নির্মম ঘটনা ঘটতো না বলে মন্তব্য করেছেন তদন্ত দলের সদস্যরা।
এক্ষেত্রে প্রশাসনিক গাফিলতি স্পষ্ট বলেও জানিয়েছেন তারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: