মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ( র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে একব্যক্তি নিহত হয়েছেন।
তার নাম নবী হোসেন (৪৭। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
র্যাব, নবী হোসেন মোহাম্মদপুর এলাকার মাদক সম্রাট।
সকালে র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ঢাকা উদ্যান এলাকায় তল্লাশির সময় র্যাবের সঙ্গে একদল অস্ত্রধারী মাদক ব্যবসায়ীর গুলিবিনিময় চলে।
এ সময় দুইজন র্যা্ব সদস্য আহত হন। র্যাাব ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: